• Skip to primary navigation
  • Skip to main content
সার্পকি

সার্পকি

Level Up your SEO Knowledge

  • প্রচ্ছদ
  • কিওয়ার্ড রিসার্চ
  • আমাজন এফিলিয়েট
  • ব্যাকলিংক
  • ডোমেইন হোস্টিং
  • এসইও টুলস
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • Show Search
Hide Search
You are here: Home / আমাজন এফিলিয়েট / এডসেন্স ও এফিলিয়েট ! কোনটা কেমন সুবিধা অসুবিধা সমুহ

এডসেন্স ও এফিলিয়েট ! কোনটা কেমন সুবিধা অসুবিধা সমুহ

মেহের নিগার · June 2, 2021 · 12 Comments

এসইও নিয়ে কাজ শুরু করার পর প্রথম যেই প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে এডসেন্স নাকি এফিলিয়েট ? এডসেন্স বা এফিলিয়েট দুইটাই অনলাইনে আয়ের জন্য স্বীকৃত ও পরিক্ষীত পদ্ধতি । আপনি চাইলে দুইভাবেই মাধ্যমের আয় করতে পারেন । এই পোষ্টের মুল বিষয় বস্তু হচ্ছে এডসেন্সে ও এফিলিয়েটের মুল পার্থক্যের বিষয়গুলো নিয়ে আলোচনা ।

গুগল এডসেন্স কি এবং কিভাবে কাজ করে ?

আমরা যখন গুগলে কোন কিছু সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ( SERP) কিছু ওয়েবসাইটের লিংক দেখি যেগুলা নিচের চিত্রের মত । মুলত এগুলো হচ্ছে বিজ্ঞাপন । এই বিজ্ঞাপন গুলো বিভিন্ন ওয়েব মাস্টাররা দিয়ে থাকেন । একই ভাবে অনেক সাইটেই আমরা বিজ্ঞাপন দেখি ।

সার্পে গুগল এডস
সার্পে গুগলের বিজ্ঞাপন

গুগল এই বিজ্ঞাপন প্রোগ্রামটি চালু করে ২০০৩ সালে । বর্তমানে ইন্টারনেটে বিজ্ঞাপনের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম এটি। গুগল একই ধরনের বিজ্ঞাপন ওয়েব মাস্টারদের আবেদনের ভিত্তিতে বিভিন্ন ওয়েবসাইটেও প্রকাশ করে । বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের একটা নির্দিষ্ট অংশ ওয়েব মাস্টারকে দিয়ে থাকে । নিজের সাইটে বিজ্ঞাপন দেখানোর এই পদ্ধতিকেই গুগল এডসেন্স প্রোগ্রাম বলা হয় ।

গুগল এডসেন্সের সুবিধা সমুহ

  • প্রায় ১০ মিলিয়নের অধিক ওয়েব মাস্টার প্রতিনিয়ত গুগলে বিজ্ঞাপন দিয়ে থাকেন । সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন ওয়েবসাইট ও গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেও দেখানো হয় । তাই ওয়েব সাইটের মাধ্যমে আয়ের জন্য গুগল এডসেন্স একটি নির্ভরযোগ্য মাধ্যম।
  • গুগল বিজ্ঞাপনদাতা ও বিজ্ঞাপন প্রকাশকারী ওয়েবসাইটের মধ্যবর্তী মাধ্যম হিসাবে কাজ করে । এই ক্ষেত্রে গুগল দুই পক্ষের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করে । কোন ভিজিটর বিজ্ঞাপনের উপর ক্লিক করলে সে বিজ্ঞাপনের প্রতি ক্লিকের মুল্যমানের ৬৮% গুগল আপনাকে প্রদান করবে
  • গুগলের বিজ্ঞাপনের অসংখ্য সাইজ ও ফর্মেট আছে যেমন টেক্সট, ইমেজ , রেস্পন্সিভ এইচ টি এম এল এডস, ভিডিও এডস ইত্যাদি । তাই আপনি আপনার ইচ্ছামত যে কোন জায়গায় বিজ্ঞাপনের কোড বসাতে পারবেন ।
  • গুগলে এডসেন্সে নিষিদ্ধ বিষয় সমুহ ছাড়া যে কোন বিষয়ে আপনি লিখতে পারবেন । যে কোন মজার কৌতুক থেকে শুরু করে গুরুত্বপুর্ন বিষয়সহ যে কোন বিষয়েই আপনি লিখতে পারবেন ।
  • প্রচুর পরিমানে লো কম্পিটিশন কিওয়ার্ড পাওয়া যায় যার মাধ্যমে একজন আনকোরাও ব্লগিং শুরু করে সফল হতে পারেন ।
  • কনভার্সন , প্রোডাক্ট সিলেকশন ইত্যাদি নিয়ে ঝামেলা কম । এই বিষয়গুলা নিইয়ে চিন্তা করতে হয় না । তবে এই ক্ষেত্রে আপনাকে বিজ্ঞাপনের প্লেসমেন্ট নিয়ে ভাবতে হবে । একবার প্লেসমেন্ট ফিক্সড করে ফেলতে পারলেই বা পুরা বিষয়টা আয়ত্ত্ব করতে পারলেই আপনার এই বিষয় নিয়ে ভাবতে হবে না
  • গুগলের বিভিন্ন আপডেটে খুব কম পরিমান এফেক্টেড হয় এডসেন্সের সাইট গুলা ।
  • আপনার পছন্দের যে কোন বিষয় নিয়েই আপনি কাজ করতে পারেন যা তুলানামুলকভাবে সহজ।

গুগল এডসেন্সের কিছু সমস্যা

  • আর পি এমঃ গুগল এডসেন্সে একটা কমন সমস্যা হচ্ছে আর পি এম এর এমাউন্ট । সাধারনত উন্নত দেশের ভিজিটর যুক্ত সাইটে আর পি এম কিছুটা বেশি হলেও কিন্তু অনেক ক্ষেত্রেই গুগল তার মর্জি অনুসারে এড দেখায় যা অধিকাংশ সময় আর পি এম কমিয়ে দেয়
  • ফেক ক্লিক , ইনভ্যালিড ট্রাফিক ও অনেক গুলা কারনে গুগল এডসেন্সে আপনার একাউন্ট ব্যান হতে পারে । এই ধরনের ক্ষেত্রে ব্যান হলে খুব কম সময়ই গুগল একাউন্ট ফিরিয়ে দেয় । একবার ব্যান হলে সেটাতে পরবর্তীতে এডসেন্স এপ্রুভাল পায় না সহজেই
  • ওয়েব সাইটের ডিজাইন ও স্পীডে এডসেন্সের বিজ্ঞাপন গুলা প্রভাব ফেলে । যেহেতু নির্দিষ্ট ক্যাটাগরির বিজ্ঞাপন ব্যাতীত নির্দিষ্ট বিজ্ঞাপন বন্ধ করা যায় না অনেক সময় সাইটের ডিজাইন বা সাইটের সাথে যায় না এমন বিজ্ঞাপন প্রদর্শিত হয় যা নিয়ন্ত্রন করা যায় না । এছাড়া বিজ্ঞাপন ব্যবহারে সাইটের লোডিং স্পীড স্লো হয়।
  • এডসেন্সের বিজ্ঞাপন মুলত ভিজিটর নির্ভর। এখানে আর্নিং এর জন্য হিউজ ভিজিটরের দরকার হয় । অল্প ভিজিটর দিয়ে হ্যান্ডসাম আর্নিং কষ্টকর ।

এফিলিয়েট মার্কেটিং কি ? কিভাবে কাজ করে ?

নির্দিষ্ট কোন পন্য বা সার্ভিস আপনার ওয়েব সাইটের মাধ্যমে প্রমোশন করে তার বিনিময়ে কমিশন আর্নিং এর পদ্ধতিকেই এফিলিয়েট মার্কেটিং বলা যায় । যারা নির্দিষ্ট পন্য বা সার্ভিস প্রমোশন করে তাদেরকে এফিলিয়েট পার্টনার বা এফিলিয়েট এসোসিয়েটস বলা হয় । এখানে আর্নিং নির্ভর করে আপনার প্রমোশনের ফলে কত ইউনিট বা কতটাকা সেল হল তার উপর । সাম্প্রতিক সময়ে এফিলিয়েটের জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে এমাজন ডট কম । এছাড়াও সার্ভিস বা সফট ওয়ার , ডোমেন হোষ্টিং থিম সহ অসংখ্য ধরনের এফিলিয়েট আছে । এই পোষ্টে মুলত এমাজন এফিলিয়েটকেই ফোকাস করা হচ্ছে

এফিলিয়েট মার্কেটিং মডেল
এফিলিয়েট মার্কেটিং মডেল

এমাজন এফিলিয়েটের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পন্য আপনার ওয়েব সাইট বা সোশ্যাল মিডিয়া ( যদি ইনফ্লুয়েন্সার হন ) এর মাধ্যমে সেল করতে হবে । এমাজন আপনার সেল অনুসারে নির্দিষ্ট ক্যাটাগরির পন্যের জন্য মোট সেল এমাউন্টের উপর আপনাকে একটা কমিশন প্রদান করবে ।

এফিলিয়েট মার্কেটিং এর সুবিধাসমুহ

  • এখানে আপনাকে মুলত কাজ করতে হবে পন্যের প্রচারের জন্য। একটি পন্য বিক্রি করতে পারলে আপনি যেই পরিমান কমিশন পাবেন তা গুগল এডসেন্স থেকে অনেক বেশি ।
  • কিছু কিছু এফিলিয়েট রিকারিং ( Recurring) পেমেন্ট দেয় । সফট বা সার্ভিস রিলেটেড পন্যগুলার ক্ষেত্রে রিকারিং পেমেন্ট বেশি দেখা যায় তার অর্থ দাঁড়ায় একজন সার্ভিস কিনার পর যতবার তিনি সার্ভিস রিনিউ করবেন ততবার ই আপনি কমিশন পাবেন । এছাড়া এমাজন কুকিস সুবিধা দেয় । এর অর্থ হচ্ছে আপনার ওয়েব সাইট থেকে কোন ভিজিটর এমাজনে প্রবেশ করে যদি আপনার প্রমোশন করা পন্য না কিনে অন্য পন্যও কিনে তাহলে আপনি কমিশন পাবেন ।
  • এডসেন্সের তুলানায় এখানে মিলিয়ন ট্রাফিকের প্রয়োজন নেই হ্যান্ডসাম এমাউন্ট আয় করার জন্য । অল্প পরিমান ভিজিটরেও আপনি এডসেন্সের সমান আয় করতে পারেন ।

এফিলিয়েট মার্কেটিং এর অসুবিধা

  • আপনার পছন্দের বিষয় কিন্তু মার্কেটে ওই রিলেটেড পন্য না থাকলে আপনি ওই বিষয় নিয়ে এফিলিয়েট করতে পারবেন না ।
  • এমাজন ২০২০ সালের এপ্রিল মাসেই তার কমিশন রেট কমিয়ে ফেলেছে । এই বিষয়ের উপর আপনার নিজের কোন নিয়ন্ত্রন থাকবে না । ২০১৭ সালেও একবার এমাজন তার কমিশন রেট কমিয়েছিল ।
  • এখানের কিওয়ার্ড গুলা বায়িং কিওয়ার্ড । এই ক্ষেত্রে রেংক করা তুলানামুলকভাবে কষ্টকর । শুধু তাই নয় রেংক করার পর আপনাকে সেই পন্যের প্রাচুর্যতা , কিংবা আপনার এফিলিয়েট লিংকে ক্লিক করার বিষয় নিয়েও ভাবতে হবে । একজন ব্যবহারকারীকে সব সময় বেস্ট প্রোডাক্ট সাজেস্ট করতে হবে
  • এডসেন্সের তুনালায় কিওয়ার্ডের সংখ্যা অনেক কম।
  • দেশের অর্থনীতি বা ঋতু বৈচিত্রের কারনে আপনার পন্যের বিক্রয় কমে যেতে পারে । এডসেন্সেও এই ধরনের সমস্যা হতে পারে । তবে এডসেন্সে এভারগ্রীন কন্টেন্ট প্রচুর ।
  • এই মুহুর্তে বাংলাদেশ থেকে নির্দিষ্ট দেশ যেমন ইউ এস এ , কানাডা বা ইংল্যান্ডের ইত্যাদি নির্দিষ্ট সংখ্যক দেশের জন্য এফিলিয়েট সম্ভব হলেও অনেক দেশের জন্য সম্ভব নয় ।

একসাথে এফিলিয়েট ও এডসেন্স

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে একসাথে এফিলিয়েট ও এডসেন্স দুই বিষয় নিয়েই কাজ করা যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যা । একসাথে দুইটাই করা যাবে । আমরা যে কোন ওয়েব সাইটকে পুর্নতা দেওয়ার জন্য বায়ার জার্নি অনুসারে একটা সাইটে কোন নির্দিষ্ট পন্য বা সার্ভিসের বিভিন্ন সমস্যা নিয়ে যেমন লিখি একই ভাবে এফিলিয়েট পন্য প্রমোশন করি । বায়িং ইন্টেন্ড কন্টেন্ট গুলাকে বাদ দিয়ে আমরা যদি বাকি আর্টিকেল বা কন্টেন্টকে এডসেন্স দিয়ে মনেটোনাইজেশন করি তাহলে খুব সহজেই আর্নিং বাড়াতে পারি । বায়িং ইন্টেন্ট কিওয়ার্ডকে বাদ দেওয়ার কারন হচ্ছে কনভার্সন রেট ঠিক রাখা । ইউজারকে অন্যদিকে ফোকাস না করানো ।

এডসেন্স নাকি এফিলিয়েট ?

কোনটা নির্বাচন করব এডসেন্স নাকি এফিলিয়েট

প্রশ্নটা ছোট হলেও উত্তর সহজ নয় । এফিলিয়েটে তুলানামুলকভাবে আর্নিং বেশি কিন্তু একইভাবে কষ্ট বেশি । সেই তুলানায় এডসেন্স সহজ । এই ক্ষেত্রে আপনি যদি স্কিলড না হন তাহলে এডসেন্স দিয়ে শুরু করতে পারেন । আর যদি নিজের দক্ষতা থাকে তাহলে এফিলিয়েট শুরু করতে পারেন । তবে প্রতিটা ক্ষেত্রেই আপনাকে এসইও এর বেসিক বিষয় সমুহ বুঝতে হবে।

আপনি কোনটা দিয়ে শুরু করতে চান ? আর এডসেন্স বা এফিলিয়েটের মধ্যে কোনটা বেশি সুবিধা মনে হয় এবং কেন উত্তর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ।

আমাজন এফিলিয়েট

About মেহের নিগার

আমি মেহের নিগার। এসইও জগতে কাজ করছি বিগত ৫ বছর ধরে । এই ৫ বছরে পাওয়া জ্ঞান গুলাকেই নিজের ভাষায় লিখার চেষ্টা করি এই ব্লগে।

Reader Interactions

Comments

  1. মৌলভী মোঃ সাইদুর রহমান says

    June 3, 2021 at 12:21 am

    অনেক সুন্দর একটা পরামর্শ। ধন্যবাদ আপু আপনাকে। আমার টার্গেট এফিলিয়েট ও এ্যাডসেন্স।

    Reply
  2. Ashikur Rahman says

    June 3, 2021 at 1:45 am

    খুবই চমৎকার ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ !

    Reply
  3. HR Raju says

    June 3, 2021 at 9:18 am

    অনেক ধন্যবাদ।

    Reply
  4. Kawsar Hossain says

    June 4, 2021 at 1:28 am

    ইনশাআল্লাহ্‌ চেষ্টায় আছি। ভালো কিছু করার জন্য শিখে যাচ্ছি, একদিন কিছু করবো। আপনার জন্য শুভকামনা রইলো।

    Reply
  5. Tarikul says

    June 4, 2021 at 6:12 am

    ধন্যবাদ আপু। এডসেন্সে কাজ করার আগ্রহ বেড়ে গেলো। এডসেন্সে ভালো করলে পরবর্তীতে এফিলিয়েটে মুভ করবো ইনশাআল্লাহ।

    Reply
  6. Jesmin Ruma says

    June 4, 2021 at 12:04 pm

    আপনার লেখা সবসময় ই মুগ্ধ করে। এটাও তার ব্যাতিক্রম নয়। খুব সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপু।

    Reply
  7. monjur morshed says

    June 5, 2021 at 3:42 pm

    thanks for sharing. very informative and helpful for newcomer.

    Reply
  8. Md Masud says

    June 11, 2021 at 4:25 pm

    This is an information post as a short post.
    Thanks for sharing with us 🙂

    Reply
  9. Kazi Nazrul Islam says

    June 20, 2021 at 11:27 pm

    অসাধারণ হয়েছে আপু, আপনাকে অনেব অনেক ধন্যবাদ

    Reply
  10. Md. Monir Hosen says

    June 22, 2021 at 3:42 am

    এডসেন্স ও এফিলিয়েট নিয়ে অনেক ভালো আলোচনা করেছেন, ধন্যবাদ নিগার আপুপু….

    Reply
  11. Ansar Ahammad says

    October 17, 2021 at 11:12 pm

    অনেক গুরুত্বপূর্ণ তথ্য। একজন বিগিনার এর জন্য এটি খুব কাজে দিবে।

    Reply
  12. fancim says

    October 27, 2021 at 10:00 pm

    ধন্যবাদ বিষয়গুলো সহজে বুঝিয়ে বলার জন্য। আশা করি সবার জন্য কাজে দিবে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

কোথাও আটকে গেলে সার্পকি গ্রুপে আপনি যে কোনো বিষয়ে হেল্প চেয়ে পোস্ট করতে পারেন।জয়েন করুন

সার্পকি

স্বত্ব © ২০২১ সার্প-কী