একের পর এক রেডিট একাউন্ট ব্যান, সাবরেডিট থেকে ব্যান খাওয়ার জেদ ধরেই নাছোড় বান্দার মত রেডিটের পেছনে ৫-৬ বছরের একটা দীর্ঘ সময় লেগে থাকার পরে কিছুটা হলেও আজ সস্তির নিশ্বাস ফেলতে পারি। ব্যান খেতে খেতে একটা সময় একাউন্ট করতাম শুধু ব্যান খাওয়ার উদেশ্যেই, হাস্যকর হলেও সত্যি এটাই যে একবার একটা একাউন্ট প্রায় ২০০০০ কার্মা করে […]