প্রতি বছর ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ এর অধিকবার গুগল তার এলগরিদম চেঞ্জ করে থাকে। সাধারনত কোর আপডেট বা বড় আপডেট গুলো ছাড়া গুগল ছোট খাট আপডেটগুলো সম্পর্কে তথ্য দেয় না। গুগল এলগরিদম কখন পরিবর্তন হচ্ছে সেটা জানার জন্য বিভিন্ন ধরনের টুলসের সহায়তা করে । এই ধরনের গুগলের আপডেট মনিটর করার জন্য ১০ টি টুলস সম্পর্কে নিচের আলোচনা ।
Website Penalty Indicator
নাম শুনেই বুঝতে পারছেন এই টুলস এর কাজ কি ? । আপনার ওয়েব সাইট কোন কোর এলগরিদমে পেনাল্টি খেয়েছে কিনা তা চেক করার জন্য ফ্রি টুলস । এখানে আপনার সাইটের ইউ আর এল প্রবেশ করার পর কোন ডাটাবেসে খুজবে সেটা সিলেক্ট করে দে আপনাকে ফলাফল দেখিয়ে দিবে
লিংকঃ https://feinternational.com/website-penalty-indicator/
Panguin Tool
Website Penalty Indicator ইন্ডিকেটরের মত এই টুলসটিও আপনার ওয়েব সাইট কোন আপডেটে ক্ষতিগ্রস্ত কিনা সেটা চেক করে জানাবে। এই টুলস আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন । তবে এর জন্য আপনার সাইটের সার্চ কন্সোলে এক্সেস দিতে হবে টুলসটিকে ।
লিংকঃ https://barracuda.digital/panguin-tool/
Signals
প্রায় ১ লক্ষ ৭০ হাজার কিওয়ার্ডকে নিয়মিত মনিটরিং করে এই টুলস টি । এই টুলসের মাধ্যমে সহজে আপনি গুগল এলগরিদমের কোন চেঞ্জ আসছে কিনা বা সার্পে কেমন পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারবেন । প্রতিনিয়ত আপডেট হয় । এই টুলসের সব চেয়ে বড় সুবিধা হচ্ছে ছোট খাট এলগরিদম এর পরিবর্তন ও নজরে আসে এই টুলসের গ্রাফ থেকে ।
লিংকঃ https://cognitiveseo.com/signals/
SERP Fluctuation
এই টুলসের মাধ্যমে গুগলের পাশা পাশি বিং এর পরিবর্তন ও দেখতে পারবেন । সর্বশেষ এক মাসে সার্পে কখন কত টুকু পরিবর্তন হচ্ছে তা গ্রাফের মাধ্যমে দেখায় । এলগরিদমের পরিবর্তনের মনিটরিং এর জন্য নির্ভর যোগ্য টুলস ।
লিংকঃ https://serpmetrics.com/flux/
Semrush Sensor
Semrush Sensor গুগল এলগরিদম পরিবর্তন মনিটরিং করার জন্য জনপ্রিয় টুলস । এই টুলস সম্পুর্ন পরিবর্তনকে ১০ এর মধ্যে স্কোরিং করে থাকে । যত বেশি স্কোর তত বেশি সার্পে পরিবর্তন হচ্ছে । এছাড়া আপনি এই টুলস এর মাধ্যমে কোন কোন ক্যাটাগরিতে সার্পে পরিবর্তন বেশি হচ্ছে , কোনটাতে কম হচ্ছে তা সহজেই দেখতেই পারবেন । প্রায় ২০ এর অধিক ক্যাটাগরির ওয়েব সাইটকে নিয়মিত মনিটরিং করে এই টুলস
লিংকঃ https://www.semrush.com/sensor/
Rank Risk Index
মুলত রেংক রেঞ্জার এর একটি টুলস । Rank Ranger এসইও জগতে জনপ্রিয় একটি টুলস । সার্পে পরিবর্তনের বিষয়গুলা গ্রাফিক্যালি দেখায় যায় এই এই টুলসের মাহ্যমে । ডেক্সটপ ও মোবাইল ভার্সনের জন্য আলাদা আলাদা ভাবে এই টুলস সার্পের পরিবর্তন দেখায় । গুগল আপডেট মনিটরিং করতে পারেন এই টুলসের সাহায্যে সহজেই ।
লিংকঃ https://www.rankranger.com/rank-risk-index
MozCast
মুলত মজের (Moz.com) একটি টুলস । এই সাইটের এলগরিদমের ভিজুয়ালাইজেশন একটু ভিন্ন । সব কিছুই আবহাওয়া বার্তার মত করে দেখায় । তাপমাত্রা কম থাকার অর্থ হচ্ছে পরিবর্তন কম । আর ঝড় বৃষ্টি বা তাপমাত্রা বেশি দেখানো অর্থ হচ্ছে সার্পে বিশাল পরিবর্তন চলতেছে।
লিংকঃ https://moz.com/mozcast/
Google Grump
Accuranker এর একটি টুলস । এই টুলসের মাধ্যমে ডিভাইস অনুসারে ও দেশ ভিত্তিক এলগরিদমের পরিবর্তন দেখতে পারবেন । এছাড়া নির্দিষ্ট টাইম স্টাম্প সিলেক্ট করে সহজেই আপনি গুগলের আগের আপড গুলা সপর্কেও জানতে পারবেন ।
লিংকঃ https://www.accuranker.com/grump
AWR Google Algorithm Changes
গুগল সার্চ ফলাফলের পরিবর্তন মনিটর করার জন্য এই টুলস নির্ভরযোগ্য। এই টুলসের বিশেষত্ব হচ্ছে নির্দিষ্ট দেশ অনুসারে ফিল্টার করা যায় । এই মুহুর্তে প্রায় ২০+ এর অধিক দেশ এখানে তালিকাভুক্ত আছে । এছাড়া ডেক্সটপ ও মোবাইলের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয়েছে সেটার ও তুলানা দেখতে পারবেন এই টুলসের মাধ্যমে।
লিংকঃ https://www.advancedwebranking.com/google-algorithm-changes/
Algoroo
গুগল এলগরিদম মনিটরিং টুলস সেকশনের সর্বশেষ টুলস এইটি। অন্যান্য টুলসের সাথে এই টুলসের মুল ডিফারেন্স হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে কোন সাইট সার্পে এগিয়েছে আর কোন সাইট ডাউন হয়েছে সেটা দেখতে পারবেন এই টুলসের মাধ্যমে । গুগল এলগরিদম বিষয়ক উপরের সব গুলা টুলস ই ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন ।
লিংকঃ https://algoroo.com/
উপরের টুলস গুলা ছাড়া অন্য কোন টুলস যদি আপনার প্রিয় লিস্টে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন । আমরা লিস্টে যুক্ত করে দিব ।
Taposh Ghosh says
SERPKey সাইটের প্রথম আর্টিকেল পাবলিশ করায় আপনাকে অভিনন্দন।
৫ মে ২০২১ (দিবাগত রাত্রি)
Kamal Rahman says
Congrats!
আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
সাইটের প্রথম পোস্ট ❤️
সাথে থাকার জন্য ধন্যবাদ <3
খুব দরকারি লিস্ট। ধন্যবাদ আপনাদের কে ওয়েবসাইট চালু করার জন্য।
আমরা আশাবাদী Serpkey গ্রুপ থেকে অনেক ভালো কিছু শিখবো ইনশাল্লাহ্। আমাদের জন্য এমন ভালো কিছু করার উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইলো।
অসাধারণ হয়েছে ভাই। অধিকাংশ টুলসের নাম এই প্রথম শুনলাম। এগুলো ব্যবহার করে আশা করছি কিছু কিছু তথ্য আগে থেকেই বুঝতে পারবো। এছাড়া, এই টুলসগুলো একসাথে ব্যবহার করে যেকোন সাইটের ব্যপারে একটা আনুমানিক সম্ভাবনা পাওয়া যেতে পারে।
প্রথম পোস্টে কমেন্ট করে গেলাম 😀
অসাধারণ। প্রথম পোস্ট টাই ভীষণ গুরুত্বপূর্ণ টপিক এ। অসংখ্য ধন্যবাদ।
আশা করছি আমরা SERPKey থেকে নিয়মিত আপডেট পেয়ে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবো।
ওয়েবসাইট ও গ্রুপের সফলতা কামনা করছি।
এবং সাইটে একটি প্রশ্নোত্তর সিস্টেম রাখার অনুরোধ করছি।
আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ । আশা করছি খুব দ্রুতই আমরা গুছিয়ে উঠতে পারব । সাথেই থাকুন
সার্প-কী এর জন্য রইল অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা
বাহ, সাইটের প্রথম পোস্ট।
এখন খুব সহজেই আপটুডেট থাকা যাবে।
অনেক ধন্যবাদ।
এই মনিটরিংটুলগুলো খুবই কাজের। আশা করি এবার আর কোনো গুগল আপডেট চোখ ফাঁকি দিতে পারবে না।
নতুন পোস্টের অপেক্ষায় থাকবো।
❤️❤️❤️সাইটের প্রথম পোস্ট ❤️❤️❤️
সার্পকী এর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
অনেক ভালোবাসা ও শুভকামনা। আশা করি অনেক কিছু শিখতে পারবো।
শুভ পয়দা দিবস serpkey…
MashAllah, bhalo hoyeche bhai, new kichu jante parlam.
প্রিয় serp key এর জন্য শুভকামনা।
Serpkey-❤️❤️❤️
Really, impressed by first post.
Thanks to All Serpkey’s Authors.
অনেক ধন্যবাদ ভাই
Excellent
ধন্যবাদ SERPKey কে তথ্য বহুল একটি লেখা দেওয়ার জন্য। পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম যা আগে অজানা ছিলো। শুভ কামনা রইলো SERPKey টিমের জন্য।
আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য ।
অবশেষে আলোর দেখা মিলল আব্দুল আউয়াল ভাইয়ের হাতে। 😀
ধন্যবাদ সকল অবদানকারীদের।
best wishes for SerpKey
Glad to see the first post from the serpkey and that was very useful. Thank you for helping us.
দারুন হয়েছে বস, ভালোবাসা নিবেন
অনেক ধন্যবাদ আপনাকে এতো ভালো পোস্ট করার জন্য 🙂
উপকারি পোস্ট। শুভকামনা থাকলো।
Glad to see your first post on serpkey site. a bunch of love to you ❤️.
Best wishes for SERPKey. I have Bookmarked this site.
খুবই সময় উপযোগী একটি পোস্ট। SERPKEY এর বদৌলতে একদিন ঘরে ঘরে যোগ্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বের হবে ইনশাল্লাহ
অনেক সুন্দর উপস্থাপনা। আশাকরি অনেক কিছু জানতে ও শিখতে পারবো।
অনেক অনেক শুভ কামনা। ধন্যবাদ বাংলায় এরকম বড় একটা উদ্যোগ গ্রহণের জন্য। আশা করি এই সাইটের মাধ্যমে বাংলাদেশী অনেক এসইও এক্সপার্ট এর আবির্ভাব ঘটবে।
দারুন পোস্ট। অনেক উপকারে লাগবে সবার। থাঙ্কস
Waiting for this site..🥰🥰🥰
অভিনন্দন প্রথম পোস্টের জন্য এবং শুভকামনা রইল…
Happy to be a member of SerpKey. Really helpful group. Best wishes❤️❤️
Really informative article, thanks for sharing Awal vai. I personally use “Semrush Sensor” and “MozCast”. I suggest you to add “SERoundtable by Barry Schwartz” to this list, though it is not a tool but an effective site for getting news about algorithm updates.
Great vaii
সাইটের প্রথম পোস্ট। আপনাদের জন্য শুভকামনা। আশাকরি আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারবো❤️
নেক্সট কনটেন্ট কবে দেবেন ভাই… আমরা বাংলায় একটা নিজেদের ভাষায় MOZ, Ahrefs, SEMRush-এর মত বা তার চেয়েও ভাল একটা এসইও ব্লগ দেখতে চাই।।
এক কথায় বলতে গেলে SERPkey হচ্ছে অসাধারণ একটি প্লাটফর্ম।
মাশা আল্লাহ। গত এক মাস ধরে seo এর সব গুরুত্বপূর্ণ বিষয় জানছি,আর অভিভুত হচ্ছি। দেয়া ও শুভ কামনা।
অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা।
এইরকম টুলস আমি অনেকদিন ধরে খুজছিলাম। অশেষ ধন্যবাদ, গ্রুপের প্রথম পোস্ট টি ভাল কিছু হওয়ার জন্য।
দারুণ হয়েছে
তথ্যবহুল 😍
অনেক ধন্যবাদ পাঠকের গুরুত্ব বিবেচনা করে এমন একটি আর্টিকেল লেখার জন্য।
অনেক ভালো লেখা
informative post
খুবই ভালো লেখা এবং শিক্ষা মুলক তথ্য দিয়েছেন।ধন্যবাদ
বেশ ইনফরমেটিভ।
ধন্যবাদ।
ধন্যবাদ ভাই,