আপনারা এ ব্যাপারে গাইডলাইন না দিয়ে আগেই নিশ দিয়ে দিচ্ছেন ইহা ভারী অন্যায় 😄
বেশ কয়েকদিন থেকে প্রশ্ন আসছে গ্ৰুপে এবং ইনবক্সে “এই ডোমেইন ঠিক আছে কিনা, লেংথ, হাইপেন, এক্সটেনশন ++”
আসলেই কি নির্দিষ্ট রুলস বা টিপস আছে ডোমেইন সিলেক্ট করার ?
জানামতে তেমন কিছু নাই, সিম্পল কিছু বিষয়াদি আছে। তবে, সুন্দর, সিম্পল, এবং তথ্যবহুল নাম অবশ্যই ইউজার ইন্টারেস্ট তৈরি করে, এবং ট্রাফিক ড্রাইভ করতে সহায়তা করে। এর জন্য কিছু নির্দিষ্ট রুলস আছে, নিচে উল্লেখ করার চেষ্টা করেছি।
প্রথম কথা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, এবং নিশ রিলিভেন্ট নিয়ে ঝামেলা।
আসলে সবগুলোই কাজের অবস্থা ভেদে যেমন “লোকাল এসইও, লিড জেনারেটিং সাইট, ব্র্যান্ড সাইট, নিশ সাইট, পোর্টফোলিও, পিবিএন, ইকমার্স, ++”
গ্রুপে যেহেতু এডসেন্স নিয়েই ট্রেন্ড চলছে এবং বেশিরভাগই নতুন তাই বিষয়টি জটিল না করে একটু সহজ ভাবে উপস্থাপন করছি।
সবার প্রথম যে বিষয়গুলো মাথায় রাখতে হবে
ডোমেইন এক্সটেনশন
ডোমেইন এক্সটেনশনের কিছু ক্রাইটেরিয়া আছে, যা আছে থাক বেশি দেখার দরকার নাই .com চোখ বন্ধ করে সিলেক্ট করে নিবেন।শুধু এক্সটেনশন নিয়ে অন্য একদিন লেখার চেষ্টা করব।
ডোমেইন লেন্থ
সবসময় মনে রাখবেন “When it comes to a domain name, less is more.” সর্বদা ২-৩ ওয়ার্ডের মধ্যে থাকার চেষ্টা করবেন। ক্যারকেটার কাউন্ট ২৪ ম্যাক্সিমাম (ক্ষেত্র বিবেচনায় আলাদা, আগেই বলেছি নতুনদের জন্য সাধারণ গাইডলাইন)।কমন বিষয় : ইউনিক রাখার চেষ্টা করা, মিস্পিলিং না করা, ব্রান্ডেবল রাখা, নাম্বার, এবং ড্যাস না রাখা ।
এভোয়েড: ট্রেডমার্ক, এবং কপিরাইট
পরবর্তী পদক্ষেপ যা হতে পারে
নাম পছন্দের পর https://whoisrequest.com/history/ এখান থেকে অতীত রেকর্ড চেক করে দেখবেন, যদি কোন কিছু না থাকে তবে সেটা নিয়ে আর কিছু দেখার দরকার নেই।
কোনো পুরোনো রেকর্ড থাকলে https://archive.org/ এখান থেকে দেখে নিবেন কি ছিল। যদি জাপানিজ, কোরিয়ান বা চাইনিজ ভাষার কোন কন্টেন্ট পূর্বে থেকে থাকে তবে সেটা এভয়েড করাই ভাল (অন্যান্য ভাষার ক্ষেত্র কিছু বিষয় কনসিডার করার থাকে, তবে নতুন অবস্থায় অন্য কোন ভাষার রেকর্ড থেকে থাকলে সেটা এভোয়েড করাই ভাল )।
আপনার সিলেক্ট করা ডোমেইন যদি পূর্বে ব্যবহৃত হয় তবে ব্যাকলিংক, ডিএমসিএ, পেনাল্টি প্রোফাইল চেক করতে হবে (এটা এক্সপায়ার্ড ডোমেইন সিলেকশনের বিষয় হয়ে যাবে যা সম্পূর্ণ আলাদা একটা বিষয়)।
এখানে কিছু বললে বলা যায়, ডিএমসিএ চেক করবেন https://lumendatabase.org/, স্পিনড বা অটোজেনারেটেড কনটেন্ট থেকে থাকলে সেটা এভোয়েড করবেন, ব্যাকলিংক কোয়ালিটি ভাল না মানে স্প্যাম লিংক থেকে থাকলে এভোয়েড করবেন।
যে বিষয়গুলো আপনাকে সাহায্য করতে পারে
নাম সিলেক্ট করার বিষয়ে কিছু সাইট হেল্প করতে পারে, আপনার নিশে গ্লোসারি, এবং জারগণ পেজ দেখবেন, উইকিপেজ দেখবেন , এবং এই সাইট গুলো ভালো কিছু আইডিয়া দিতে পারে
- https://themeisle.com/blog-name-generator/
- https://domainwheel.com/blog-name-generator/
- https://www.nameboy.com/
- https://www.panabee.com/
- https://www.namemesh.com/
- http://www.bustaname.com/word_maker
আরো খুঁজে পেতে চাইলে, ডোমেইন/বিজনেস নাম জেনারেটর লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।
সিম্পল বিষয় গুলোতে আর কিছু মাথায় আসছে না, এখন আসেন কেনাকাটা, এ বিষয়ে পূর্বে কিছু লিখেছিলাম, এখানে দেখতে পারেন।
কোথায় থেকে ডোমেইন কিনবেন ?
ডোমেইন কেনার জন্য অনেক ওয়েবসাইট আছে, কিন্তু সবসময় godaddy এভয়েড করবেন। কোন কারণবশত এখান থেকে কিনতে হলেও দ্রুত ট্রান্সফার করে নিবেন।
কোথায় থেকে কিনব এই প্রশ্নটা না করাই ভাল, নীতিমালা বিরোধী। তর্ক এড়াতে সাধারণ ভাবেই বলব ইন্টারন্যাশনাল সাইট গুলো দেখতে, তবে অনেক দেশি কোম্পানিও ভাল সার্ভিস দিচ্ছে।
Klinton Bhomik says
বর্তমান অবস্থায় ডোমেইন নেইম সিলেকশন এ EMD কতটা গুরুত্বপূর্ণ?
হাসিবুল হাসান says
অল্প কথায় বলতে গেলে “লোকাল এসইও, এবং লিড জেনারেশন” এর ক্ষেত্রে ভাল প্রভাব রাখে। কিছু ক্ষেত্রে মাইক্রো নিশ সাইটেও ভাল ইমপাক্ট দেখা যায়।
Shaidur Rahman says
অসাধারন একটি আইডিয়া পেলাম, ধন্যবাদ একটি সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য।
আব্দুল্লাহ সাঈদ says
সময়োপযোগী পোস্ট। অনেক খুঁজেও বাংলায় ডোমেইন সিলেকশন নিয়ে ভালো কোনো পোস্ট পাইনি। ধন্যবাদ 😍
Ariful Islam says
Thanks share information
বাপ্পি হাসান says
নতুন ডোমেইন কিনব বলে ভাবছিলাম, এমন সময় এমন পোস্ট পেয়ে সত্যিই উপকৃত হলাম। লেখককে আন্তরিক ধন্যবাদ।
আমার দুটি প্রশ্ন, তা হচ্ছে- ১. আমি যদি গো ড্যডি থেকে ডোমেইন কিনে থাকি, তবে ১ বছর পর কি আমি সেইম ডোমেইন অন্য কোথায় থেকে কিনতে পারব?
২. যদি নাই পারি, তবে আমার সাইটের কনটেন্টগুলি পুনরায় নতুন সাইটে ব্যবহার করা যাবে কি?
অগ্রীম ধন্যবাদ।
পরবর্তী বছর বা অন্য সার্ভিস এ যোগ করতে চাইলে ট্রান্সফার অপশন ব্যবহার করতে হয়। ট্রান্সফারের জন্য আমার জানামতে $5 খরচ হয়। এটা কম বেশি হতে পারে।
Thanks a lots vai.
ডোমেইন এক্সপায়ার্ড হওয়ার পর কিনতে পারবেন যদি সেই মুহুর্তে সেটা ফাকা থাকে । চাইলে ট্রান্সফার করে নিতে পারেন অন্য প্রোভাইডারের কাছে ।
কন্টেন্ট হোষ্টিং এর সাথে রিলেটেড । আপনি ব্যকআপ নিয়ে থাকলে সেটা অন্য যে কোন হোষ্টিং এ ব্যাকআপ আপলোড করে নিলে কন্টেন্ট গুলা থেকে যাবে
Thanks vai
সময় উপযোগী লেখা। দারুন
It’s very helpful.
একটা ডোমেই আছে যেটি টোটাল ৫ বার ড্রপের হিস্টি আছে। লাস্ট ড্রপ ২০০৮ এ। আর্কাইভ বা অন্য কোথাও কিভাবে খুব ভালভাবে চ্যাক করব তার পদ্ধতি শেখার কোন সহজ পথ জনাবেন কি দয়া করে?