নিশ সাইটের সফলতা নির্ভর করে রিসার্চের উপর। আপনার রিসার্চ যত ভালো হবে আপনার সফলতার সম্ভবনা তত বেশি হবে।
নিশ কিওয়ার্ড রিসার্চ অনেকভাবেই করা যায়। SERP KEY গ্রুপে এই বিষয়ের অনেক বিস্তারিত পোস্ট পাবেন।
আজকে আপনাদের সাথে শেয়ার করবো লং টেইল, প্রফিট্যাবল কীওয়ার্ড খুঁজে বের করার একটি অন্যরকম পদ্ধতি। এই পদ্ধতিতে মূলত Kindle Direct Publishing (KDP) এর জন্য কীওয়ার্ড রিসার্চ করা হয়।
প্রয়োজনীয় কীওয়ার্ড রিসার্চ টুলসঃ
টুলগুলো কি ও কেন লাগবে?
“Huge Amazon Search Suggestion Expander” অথবা “AMZ Suggestion Expander” এই এক্সটেনশান গুলো অনেকটা একই রকম ভাবে কাজ করে।
“Huge Amazon Search Suggestion Expander” এর সুবিধা হল বেশি কিওয়ার্ড সাজেশান দেখায় আর কীওয়ার্ডগুলো এক্সেল ফাইল আকারে নামানো যায়।
“AMZ Suggestion Expander” কিছুটা কম কিওয়ার্ড সাজেশান দেখায় আর ফ্রী ভার্সানে ফাইল আকারে নামানো যায় না।
“Keyword Surfer” আমরা ব্যবহার করবো সার্চ ভলিউম দেখার জন্য। এছাড়াও আপনার ইচ্ছা মতো যেকোনো টুল ব্যবহার করতে পারবেন সার্চ ভলিউম দেখার জন্য।
AMZ Suggestion Expander দিয়ে কিওয়ার্ড রিসার্চ
AMZ Suggestion Expander এক্সটেনশনটি গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নিন। এবং সেটিংস থেকে এনাবল করে দিন।
এবার Amazon.com এ গিয়ে আপনার কীওয়ার্ড দিয়ে সার্চ করুন এবং স্পেস বাটন টি প্রেস । ধরুন আমাদের কীওয়ার্ড হলো “best mountain bike” .
“AMZ Suggestion Expander” আমাদের এই কীওয়ার্ডকে আরো এক্সপ্যান্ড করে দেখাবে। এর মানে হলো, আমাজানের কাস্টমাররা কি কি দিয়ে সার্চ করতেছে সেটা আপনাকে দেখাবে।

এভাবে আপনি অনেক নতুন নতুন কীওয়ার্ড খুঁজে পাবেন যেগুলার আসলেই বায়িং ইনটেন্ট আছে। যেমন উপরের উদাহরণ থেকে “best mountain bike for women 26 inches” কীওয়ার্ড টা লক্ষ্য করুন। এখানে কাস্টমার আসলেই কি চায় সব বলে দিয়েছে। এখন আমাদের কাজ হলো সঠিক জিনিসটা তার হাতে তুলে দেয়া।
Huge Amazon Search Suggestion Expander দিয়ে কিওয়ার্ড রিসার্চ
Huge Amazon Search Suggestion Expander এক্সটেনশনটি গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নিন। এবং সেটিংস থেকে এনাবল করে দিন। AMZ Suggestion Expander যদি ইনস্টল করা থাকে তাহলে সেটিংস থেকে ডিসএবল করে নিন।
এবার চলুন “Best Keyword” এর লিস্ট থেকে একটা কীওয়ার্ড নেই। যেমন “best waist trainer” মাত্র ২৭০০০ সার্চ ভলিউম। কম্পিটিশান চেক না করেও বোঝা যায় কম্পিটিটিভ কীওয়ার্ড।
এবার আমরা এই কীওয়ার্ডটিকে আমাজন এর সার্চ অপশনে লিখি এবং স্পেস বার চাপ দেই। নিচের ছবির মতো অনেক কীওয়ার্ড এর সাজেশান আমরা পেয়ে যাবো। এবার Download All Suggestion বাটনে প্রেস করলেই আমরা সম্পূর্ণ লিস্টটা মাইক্রোসফট এক্সেল ফাইল আকারে নামাতে পারবো।

এবার ফাইলের কীওয়ার্ড গুলোকে “allintitle:” দিয়ে Google এ সার্চ করি। দেখতে পাবো অনেক কীওয়ার্ড এর কম্পিটিশন খুবই কম। যেমন ধরুন, “best waist trainer for fupa” ৪৮০ সার্চ ভলিউম কিন্তু “allintitle: best waist trainer for fupa” মাত্র ৮ 🙂 নিচের ছবিতে দেখুন এই এক সার্চ এ কত গুলা সহজে রাঙ্ক করার মতো কীওয়ার্ড পেয়ে গেলাম।

এভাবে বিভিন্ন কীওয়ার্ড দিয়ে বারবার এক্সপ্যান্ড করে পেয়ে যাবেন অনেক লং টেইল বায়িং কীওয়ার্ড। এই কীওয়ার্ড গুলোর মজা হলো, আপনি সহজে রাঙ্ক করতে পারবেন, এবং শিওর থাকতে পারেন যে রাঙ্ক করলে মোটামুটি ভালোই বিক্রি হবে।
নোট: কীওয়ার্ড লো কম্পিটিটিভ কিনা জানার জন্য শুধুমাত্র “allintitle:” এর এক্সাম্পল দেখানো হয়েছে। ভালো ফল পাওয়ার জন্য আরো ভালো করে কম্পিটিটর এনালাইসিসের অন্যান্য বিষয়গুলাকেও খেয়াল করতে হবে ।
You are welcome brother.
Alhamdulillah bhaiya
লেখাটি অনেক কাজে লাগলো আমার, ধন্যবাদ।
জেনে ভালো লাগলো
অনেক সুন্দর হয়েছে পোস্টা
ধন্যবাদ
অনেক ভালো একটি লিখা উপহার দিলেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সামনে আরো ভালো ভালো আইডিয়া আমাদের আরো উপহার দেবেন। ইনশাআল্লাহ।
ধন্যবাদ। ইনশাআল্লাহ পাবেন।
তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ😍
Very much informative, thanks brother
আলহামদুলিল্লাহ। সাথে আছি ভাই।
ধন্যবাদ।
Just Awesome. Zajak-Allah Vai jan
Thank you.
ধন্যবাদ এরকম একটা টিউটোরিয়াল এর জন্য অপেক্ষা করছিলাম
এইটা সত্যি অসাধারণ ভাই !! আল্লাহ আপনাকে ভালো রাখুক
Good. It must be best for beginners. But keep in mind that never stop learning. Find your fault and do better next. And always justify your work.
Nice presentation & Thank you for the different touch.
A very useful article, thank you very much, brother
দারুন আইডিয়া
চমৎকার আইডিয়া দিয়েছেন নতুনদের জন্য তো সোনার হরিণ হয়ে গেলো।
ধন্যবাদ দিয়ে ছোট করে দিলাম ❤️
টপ সিক্রেট একটা বিষয় জানতে পারলাম।। ধন্যবাদ ভাইয়া❤️
অন্য রকম কীওয়ার্ড রিসার্চ জানলাম। ধন্যবাদ।
নতুন কিছু শিখতে পারলাম। ধন্যবাদ।
what is Allintitle? How does it help? As a newbie don’t know about it.
Please read this article: https://allintitle.co/blog/whats-allintitle-keyword-research/ It will clear your confusion.
thank you so much team SERPKEY
Very very useful article. Thank you.
great help
Facebook Grope er postgulaa khujaa pasii na. jodi link detan onek upokar hoto.
ভালো লাগল ভাই আশা করি সামনে আরো তথ্য দিবেন
Many thanks to all of the SERPKEY team