ব্যাকলিংক রাজনীতির খেলা, সবাই খেলতে পারে না।

ইদানিং একটা ধারণা নতুনদের গিলে খাচ্ছে যে, ব্যাকলিংক মানেই পেলান্টি খেতে হবে বা ব্যাকলিংক ছাড়াই রেংক করা পসিবল। আসলে কি তাই ? কে বলেছে আপনাকে, ব্যাকলিংক ছাড়াই কি সব কিওয়ার্ড রেংক করা পসিবল ? নিবেন নাকি চেলেঞ্জ ? থাক শুরুতেই মারামারিতে না জড়াই।
হাই কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো ব্যকলিংক ছাড়া রেংক করা পসিবল না । মিডিয়াম কম্পিটিটিভ কিওয়ার্ডে যে লাগে না তা না। আবার এমনও কিওয়ার্ড আছে ব্যাকলিংক ছাড়াই রেঙ্ক করা পসিবল। কিওয়ার্ড ভেদে ব্যকলিংকের গুরুত্ব কম বেশি হয়।
যাইহোক ব্যাকলিংক মানেই পেনাল্টি খেতে হবে, এমন নয়। এটা একটা মজার বিষয়। যুগ পাল্টে গেছে, কাজের ধরনও বদলে গেছে। তাই সবকিছুর সাথে আপনাকেও বদলে ফেলতে হবে আপনার কাজের স্ট্রাটেজি।
দাবা – নাম তো শুনা হি হোগা ! অনেক জনপ্রিয় একটি খেলা, ৬৪ বর্গক্ষেত্রের একটি বোর্ডে দুইজন খেলোয়াড়ের খেলা, যেখানে ঘোড়ার চাল থাকে আড়াই কোট। কি পাগল মনে হচ্ছে নাকি ? আসলেন ব্যাকলিংক নিয়ে জানতে, আর আমি কি ঘোড়া, দাবা দেখাচ্ছি ! ঘোড়া যেমন মাথার উপর দিয়ে লাফিয়ে টপকাতে পারে, ঠিক ব্যাকলিংকও আপনার ওয়েবসাইট কে কম্পিটিটরদের একই ভাবে টপকাতে পারে।
ব্যাকলিংক করার সময় আপনাকে কোয়ালিটি নিশ্চিত করে কাজ করতে হবে। কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া মেইনটেইন করে আপনি সর্বোচ্চ সেফজোনে থেকে লিংক করতে পারবেন। যা নিশ্চিত ভাবেই বলা যায় আপনি ৯০-৯৫% ভাগ সেফ, পেনাল্টি থেকে।
ব্যাকলিংকের মানের নিশ্চয়তা যাচাই করার চেকলিস্ট

রিলিভেন্সি
সবার প্রথম প্রায়োরিটি হচ্ছে রিলিভেন্সি। প্রথমেই খেয়াল রাখবেন যেখান থেকে লিংক নিবেন সেটা আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট কিনা। পুরো ওয়েবসাইট রিলেভেন্ট হতে হবে এমন না।
নির্দির্ষ্ট ক্যাটাগরি রিলিভেন্ট হলেই হবে যে ক্যাটাগরি হতে আপনি লিংক নিবেন। যেমন, আপনার গলফ নিশের জন্য একটা স্পোর্টস সাইট থেকে সহজেই লিংক নিতে পারবেন যদি তারা গলফ কাভার করে।
ট্রাফিক গ্রোথ
ওভারঅল সাইটের ট্রাফিকের দিকে খেয়াল রাখা উচিৎ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখবেন, ট্রাফিকের ট্রেন্ড উর্ধমুখী না সমান্তরাল না নিম্নগামী। নিম্নগামী হলে কেটে পরাই ভালো।
লিংকিং স্টাটিক্স
ওয়েবসাইটের ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্কিং এর রেশিও এবং এঙ্কর ঠিকমত দেখা উচিত। কারণ, এটা ঠিকমত না থাকলে সাইটটি সামনে পেনাল্টি খাওয়ার সম্ভাবনা আছে।
ব্যাকলিংক প্রোফাইল
ওয়েবসাইটটির ব্যাকলিংক গুলো রিলেভেন্ট কিনা, কোন স্পামি সাইট হতে আসছে কিনা। লো কোয়ালিটি লিংক, স্প্যাম লিংক, পিবিএন, অত্যধিক ওয়েব ২.০, অত্যধিক প্রোফাইল লিংক থাকলে সেটা এভোয়েড করাই শ্রেয়।
কিওয়ার্ডের অবস্থান বা রেঙ্কিং
আপনি যে টাইপের কন্টেন্টের জন্য লিংক নিবেন। মানে আপনার যে ধরণের সাইট, উপরে উল্লেখিত নিশ (গল্ফ) এক্সাম্পল হিসেবে ধরলে, ওই সাইট টি আপনার এই নিশের কোন কিওয়ার্ড রেঙ্ক করে আছে কিনা তা দেখা জরুরি।
ওয়েবসাইটের উদ্দেশ্য
বলতে পারেন, উদ্দেশ্য আবার কি। ওয়েবসাইটের উদ্দেশ্য ই তো ট্রাফিক নিয়ে এসে প্রফিট জেনারেট করা।
না এটা মৌলিক উদ্দেশ্য হলেও, আপনাকে আরো কিছু উদ্দেশ্য দেখতে হবে। যেমন, সাইটটি পিবিএন কিনা, সাইটের মূল উদ্দেশ্য শুধু লিংক সেল করা কিনা, শুধু গেস্ট পোস্ট সেল করা কিনা, অন্যদের কাছ হতে শুধু ফ্রিতে কন্টেন্ট নেওয়া কিনা। এমন হলে সেটা পরিহার করবেন। আপনাকে সর্বোচ্চ সেফ থাকতে হলে সর্বদা রিয়েল সাইট হতে লিংক নিতে হবে।
মনে রাখবেন লং টাইম ঠিকে থাকতে হলে নিরাপত্তা সর্ব্রাগে।
ওয়েবসাইটের বেশিরভাগ ট্রাফিক কোন কান্ট্রি হতে আসছে সেটা দেখা জরুরি।
ট্রাফিকস কান্ট্রি
আপনার টার্গেট কান্ট্রি যদি ইউএস হয় এবং যে সাইট হতে লিংক নিতে যাচ্ছেন সেটার বেশিরভাগ ট্রাফিক যদি বাংলাদেশ হয় সেটা এভোয়েড করাই ভালো।
আপডেট ফ্রিকোয়েন্সি
ওয়েবসাইট টি নিয়মিত আপডেট হয় কিনা সেটা নিশ্চিত হতে হবে। এমন যদি হয় ৪ মাস, ৬ মাস বা একবছর ধরে কোন আপডেট নেই , সেটা নিয়ে একটু ডিপলি এনালাইসিস করে দেখবেন। ৬ মাস বা তার বেশি সময় ধরে কোন আপডেট না থাকলে দূরে থাকাটাই আমি ভাল মনে করি।
এক্সটার্নাল লিংক
শুধু এক্সটার্নাল লিংকের রেশিও দেখেই শেষ না। আপনাকে বুঝতে হবে, সবগুলো এক্সটার্নাল লিংক পেইড কিনা। কোন ইল্লিগ্যাল সাইটে যাচ্ছে কিনা যেমন নেশা জাতীয় দ্রব, পর্ন সাইট, ডেটিং সাইট।
ক্রলিং এবং ইনডেক্সিং
বর্তমানে কমন একটা সমস্যা, সহজে নতুন ইনডেক্স হচ্ছে না বা সাইটের ক্রল রেট কম। নতুন পোস্ট গুলো ঠিকমত ইনডেক্স হচ্ছে কিনা সেটা চেক করবেন।
মাস দুয়েক আগের কথা, এক পাকিস্তানি সেলার হতে লিংক নিয়েছিলাম। বেশ কয়েকদিন যাওয়ার পর, সে নক দিল আর লিংক লাগবে কিনা। ততদিনে আমি আগের লিংকের কথা ভুলে গিয়েছিলাম। মনে পড়ায় চেক করে দেখি তার আগের পোস্ট ইনডেক্স হয় নি। তাকে জানালে বলে না হলে তার কিছু করার নেই, পোস্ট লাইভ আছে।
আমি বললাম পোস্ট লাইভ থেকে কি হবে যদি সেটা ইনডেক্স না হয়, মিনিট দশেক পরে এসে বলে, আমি তোমার প্রোফাইল দেখলাম তুমি নতুন তাই এগুলা বুঝবে না। মেজাজ চরম খারাপ হল, তাকে পেমেন্ট করেছিলাম পেপ্যাল দিয়ে, সবকিছু গুছিয়ে পেপ্যালে একটা রিপোর্ট মেরে দিলাম, কয়েকদিন পর ডলার রিটার্ন পেয়েছিলাম।
স্পন্সরড ট্যাগ
আপনি যে লিংক নিবেন বা পোস্ট দিবেন সেটাতে স্পন্সরড ট্যাগ লাগানো থাকবে কিনা। এমন কিছু থাকলে আগেভাগেই দৌড় দিবেন। বর্তমানে ফোর্বস (forbes) থেকে অনেক স্পন্সরড পোস্ট দেখা যায়। যা মূলত ৫০০০ ডলার তো দূর ৫০০ দিয়ে নিলেও লস যদি উদ্দেশ্য রেঙ্কিং হয়ে থাকে।
পাবলিক ট্রান্সপারেন্সি
তারা কিভাবে ইনকাম জেনারেট করছে, তাদের পলিসি, সার্ভিস টার্মস এন্ড কন্ডিশান, তাদের মনোটাইজেশন লিগ্যাল কিনা, বিষয়গুলো চেক করা উচিত।
ফোর্স ইন্টারনাল লিংক
তাদের পোস্ট গুলো হতো নির্দিষ্ট কয়েকটি পেজে বা হোমপেজে বার বার লিংক দিচ্ছে কিনা। যদি বার বার ফোর্স করে লিংক দেয় সেটা হতে বিরত থাকবেন।
টেকনিক্যাল বিষয়
অনেক পোস্ট তারা রোবট ফাইল হতে ডিইন্ডেক্স করে রাখছে কিনা।
রেফারাল ট্রাফিক
ওয়েবসাইটে যদি রেফারাল ট্রাফিক থেকে থাকে সেটা কোথায় হতে আসছে। কোন রিলেভেন্ট সৌর্স হতে কিনা বা স্পামি বা ইল্লিগ্যাল কোথাও থেকে কিনা।
আপাতত এগুলোই , মাথায় আর কিছু আসছে না। পরবর্তীতে আসলে আপডেট করে দিব।
এই চেকলিস্টকে কাজে লাগিয়ে আপনি যদি লিংক করতে পারেন তা অবশ্যই সর্বোচ্চ মান নিশ্চিত করে যা পেনাল্টি হতে সেফ এবং খুব দ্রুত রেঙ্ক বুস্ট করবে।
অনেক গুরুত্বসহকারে পড়লাম ভাই, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আপনাকেও ধন্যবাদ ভাই
Many important articles
কি পরিমান খুশি হয়েছি বলে বুঝাতে পারবনা ভাইয়া, আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
খুব সুন্দর করে লিখেছেন, ধন্যবাদ 🙂
অত্যন্ত সাজানো গোছানো লিখা, ভালো লাগলো ❤️
ব্যাকলিংকের রাজনীতি বুঝতে পারলাম, ধন্যবাদ প্রিয় ভাই।
Thanks a lot.
অনেক সুন্দর করে গুছিয়ে, অনেক গুলো তথ্য তুলে ধরেছেন।
ধন্যবাদ।
সত্যি কথা বলতে অনেক বেশী গুছিয়ে লিখেছেন। নতুন অনেক জানলাম।ভালোবাসা নিবেন😍
খুব ভালো লিখেছেন ভাই। ধন্যবাদ
এই পোষ্টটা আমি মাঝে মাঝেই পড়ি।
আপনার কথা গুলো ও দিকনির্দেশনা অনেক ভাল লাগলো ভাই । আসা করি আপনার কাছে আর ও অনেক কিছু শিখতে পারব, ইনশাআল্লাহ্ ।
এটা খুব গুছানো ছিল 🤗 দারুন ভাই 👌
গেস্ট পোস্ট নিয়ে কিছু টিপস দিয়েন 🙏